শান্তি আলোচনায় না গিয়ে আমিরাতে গেলেন এসটিসি নেতা আল-জুবাইদি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শান্তি আলোচনায় না গিয়ে আমিরাতে গেলেন এসটিসি নেতা আল-জুবাইদি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
শান্তি আলোচনায় না গিয়ে আমিরাতে গেলেন এসটিসি নেতা আল-জুবাইদি ছবির ক্যাপশন:
ad728

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলে গেছেন বলে অভিযোগ করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

জোটের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় উপস্থিত হওয়ার কথা থাকলেও আল-জুবাইদি সেখানে যাননি। বরং তিনি গোপন পথে ইয়েমেন ত্যাগ করেন। এই যাত্রায় তিনি সোমালিল্যান্ডকে মধ্যবর্তী পথ হিসেবে ব্যবহার করেছেন বলে দাবি করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে একটি নৌযানে করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে পৌঁছান। পরে সেখান থেকে তিনি ইউএই কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন।

বিমানটি যাত্রাপথে প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবতরণ করে। এরপর ওমান উপসাগরের আকাশপথে উড়ার সময় কিছু সময়ের জন্য বিমানের পরিচয় শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রাখা হয়। সৌদি জোটের দাবি অনুযায়ী, আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে অবতরণের প্রায় ১০ মিনিট আগে আবার সেই ব্যবস্থা চালু করা হয়।

জোটের অভিযোগ, এই গোপন দেশত্যাগের মাধ্যমে আল-জুবাইদি চলমান শান্তি প্রক্রিয়া এড়িয়ে গেছেন। তাদের মতে, নির্ধারিত আলোচনায় অংশ না নিয়ে এভাবে দেশ ছাড়ার ঘটনা শান্তি উদ্যোগের জন্য নেতিবাচক বার্তা বহন করে।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আল-জুবাইদি বা এসটিসির পক্ষ থেকে এখনো এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনের আগে গুজব মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ

জাতীয় নির্বাচনের আগে গুজব মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ