উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও অযোগ্যতার অভিযোগে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কড়া সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, একটি গুরুত্বপূর্ণ শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে কিম জং উন ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য’ শীর্ষ কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করেন। এ সময় উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়।
কিম জং উন বলেন, ইয়াং সুং হো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত প্রমাণিত হয়েছেন। দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা ও নিষ্ক্রিয়তার সংস্কৃতিতে অভ্যস্ত কিছু কর্মকর্তার কারণেই অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই স্থবির রাষ্ট্র-নিয়ন্ত্রিত অর্থনীতি ও দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের সঙ্গে লড়াই করে আসছে। এ প্রেক্ষাপটে অর্থনৈতিক নীতির দুর্বল বাস্তবায়ন এবং প্রশাসনিক অকার্যকারিতার জন্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করে দ্রুত ব্যবস্থা নেন কিম।
তবে বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রব্যবস্থায় প্রকাশ্য অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রীর মতো উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনা তুলনামূলকভাবে বিরল।
অনুষ্ঠানে কিম জং উন দেশের পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের আহ্বান জানান এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি আধুনিক, দক্ষ ও সক্ষম অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।