ভোটে ৭৬ শতাংশ সমর্থন, টানা তৃতীয়বার ক্ষমতায় তোয়াদারা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটে ৭৬ শতাংশ সমর্থন, টানা তৃতীয়বার ক্ষমতায় তোয়াদারা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
ভোটে ৭৬ শতাংশ সমর্থন, টানা তৃতীয়বার ক্ষমতায় তোয়াদারা ছবির ক্যাপশন:
ad728

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ফোসন অসনজ তোয়াদারা। জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ সোমবার প্রাথমিক ফলাফল ঘোষণা করে জানায়, মোট ভোটের ৭৬ দশমিক ১৫ শতাংশ পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি। এর ফলে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় বহাল থাকছেন ৬৮ বছর বয়সী এই নেতা।

গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ। দীর্ঘদিন ধরে সংঘাত, বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত দেশটিতে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পেশায় সাবেক গণিতবিদ তোয়াদারা প্রথমবার ক্ষমতায় আসেন ২০১৬ সালে। এরপর ২০২০ সালের নির্বাচনেও জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদ শুরু করেন তিনি। তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচনের মাধ্যমে দেশটির রাজনীতিতে তার প্রভাব আরও সুসংহত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনী প্রচারণায় তোয়াদারা মূলত নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রধান ইস্যু হিসেবে সামনে আনেন। তিনি দাবি করেন, রুশ ভাড়াটে সেনা এবং রুয়ান্ডার বিশেষ বাহিনীর সহযোগিতায় তার সরকার দেশের বড় একটি অংশে বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয়েছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতার মাত্রা তুলনামূলকভাবে কমেছে।

এছাড়া চলতি বছরে কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করাকেও তার সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়। সরকারের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগের ফলে রাজধানীসহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার হয়েছে।

তবে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো নির্বাচন প্রক্রিয়া এবং বিদেশি নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, তোয়াদারার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশটির সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করতে পারে।

সব মিলিয়ে, টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা তোয়াদারার সামনে এখন বড় চ্যালেঞ্জ—সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক মহলে দেশের গ্রহণযোগ্যতা আরও বাড়ানো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলাদা থাকছেন তাহসান-রোজা, সংসার ভাঙার ইঙ্গিত দিলেন তাহসান

আলাদা থাকছেন তাহসান-রোজা, সংসার ভাঙার ইঙ্গিত দিলেন তাহসান