মার্কিন নিষেধাজ্ঞা ও হামলা প্রসঙ্গে আলোচনার ইঙ্গিত ভেনেজুয়েলার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মার্কিন নিষেধাজ্ঞা ও হামলা প্রসঙ্গে আলোচনার ইঙ্গিত ভেনেজুয়েলার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
মার্কিন নিষেধাজ্ঞা ও হামলা প্রসঙ্গে আলোচনার ইঙ্গিত ভেনেজুয়েলার ছবির ক্যাপশন:
ad728

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মাদক পাচার ও তেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে তিনি আগ্রহী। ওয়াশিংটনের পক্ষ থেকে তার সরকারের ওপর চাপ বাড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি এই আলোচনার প্রস্তাব দেন।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে যেকোনও জায়গায় এবং যেকোনও সময়ে। তাঁর এই মন্তব্যের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার একটি জাহাজ নোঙরের স্থানে যুক্তরাষ্ট্র হামলার শিকার হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই ড্রোন হামলার পেছনে সিআইএ জড়িত থাকতে পারে। এসব তথ্য নিশ্চিত হলে এটিই হবে ভেনেজুয়েলার ভেতরে প্রথম কোনও মার্কিন সামরিক অভিযান।

সাক্ষাৎকারে ওই হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মাদুরো সরাসরি মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনা করা যেতে পারে।

গত তিন মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক চোরাচালানের সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর অংশ হিসেবে এ পর্যন্ত ৩০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। গত ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক জলসীমায় প্রথম হামলার পর থেকে এসব অভিযানে ১১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার মাদক বহনের অভিযোগে দুটি নৌযানে হামলায় পাঁচজন নিহত হন।

মাদুরো জানিয়েছেন, মাদক পাচারের পাশাপাশি তেল ও অভিবাসন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার কারাগার ও মানসিক হাসপাতালে থাকা বন্দিদের যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, যদিও এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে চলে গেছেন।

এদিকে, ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১০ ডিসেম্বর ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের অভিযোগে একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে বর্ণনা করেছে।

যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করেছে এবং তার সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার ঘোষণাও দিয়েছে। তবে মাদুরো নিজেকে মাদক চক্রের সঙ্গে যুক্ত বলে অস্বীকার করে বলেছেন, ভেনেজুয়েলার বিপুল তেলের মজুত দখল ও তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক মাদক চোরাচালানে ভেনেজুয়েলা মূলত একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। যদিও বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক দেশ কলম্বিয়া হলেও, যুক্তরাষ্ট্রে কোকেন প্রবেশের প্রধান পথ হিসেবে ভেনেজুয়েলাকে দেখা হয় না।

মার্কিন সাউদার্ন কমান্ড দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা এসব নৌযানে হামলা চালাচ্ছে। তবে আইনি বিশেষজ্ঞদের মতে, লক্ষ্যবস্তু নৌযানগুলোতে মাদক থাকার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করায় আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শান্তি আলোচনায় না গিয়ে আমিরাতে গেলেন এসটিসি নেতা আল-জুবাইদি

শান্তি আলোচনায় না গিয়ে আমিরাতে গেলেন এসটিসি নেতা আল-জুবাইদি