তালেবানের প্রকাশ্য মৃত্যুদণ্ডে কিশোরকে দিয়ে খুনি গুলিবিদ্ধ, বিশ্বব্যাপী নিন্দার ঝড় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তালেবানের প্রকাশ্য মৃত্যুদণ্ডে কিশোরকে দিয়ে খুনি গুলিবিদ্ধ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
তালেবানের প্রকাশ্য মৃত্যুদণ্ডে কিশোরকে দিয়ে খুনি গুলিবিদ্ধ, বিশ্বব্যাপী নিন্দার ঝড় ছবির ক্যাপশন: তালেবানের প্রকাশ্য মৃত্যুদণ্ডে কিশোরকে দিয়ে খুনি গুলিবিদ্ধ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়
ad728


তালেবান কর্তৃপক্ষ জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মঙ্গল। তিনি নারী-পুরুষ ও শিশুসহ ওই কিশোরের পরিবারের ১৩ জন সদস্যকে হত্যা করেছিলেন। তিন স্তরের আদালত—নিম্ন আদালত, আপিল বিভাগ ও সুপ্রিম কোর্ট—মঙ্গলের মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা রায় কার্যকরের অনুমোদন দেন।

শরিয়া আইনের ‘কিসাস’ নীতির আওতায় শাস্তিটি কার্যকর করা হয়—যেখানে প্রতিশোধমূলক শাস্তিকে স্বীকৃতি দেওয়া হয়। আদালতের ভাষ্য মতে, অপরাধীর ক্ষমা পাওয়ার সুযোগ ছিল; তবে ভুক্তভোগী পরিবার কিসাসের দাবিতে অনড় থাকে। ফলে জনসম্মুখে মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়।

স্টেডিয়ামে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বাইরে থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে—হাজারো মানুষ মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করতে জড়ো হয়েছে। এদিন আরও দুই অভিযুক্তের মৃত্যুদণ্ড ঘোষিত হলেও, ভুক্তভোগী পরিবারের সব সদস্য উপস্থিত না থাকায় তা স্থগিত রাখা হয়।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবানের কঠোর শরিয়া ব্যাখ্যার আওতায় এটি ছিল ১১তম প্রকাশ্য মৃত্যুদণ্ড। হত্যা, ব্যভিচার ও চুরির মতো অপরাধে প্রকাশ্য শাস্তি—মৃত্যুদণ্ড, অঙ্গহানি ও বেত্রাঘাত—তারা নিয়মিতই প্রয়োগ করে আসছে। একই সঙ্গে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণ এখনো প্রায় নিষিদ্ধ।

জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট আগে থেকেই এই শাস্তি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, জনসম্মুখে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইনবিরোধী এবং এটিকে ‘বর্বর, নিষ্ঠুর ও অমানবিক’ শাস্তি হিসেবে অভিহিত করেন।

১৯৯০-এর দশকে ক্ষমতায় থাকার সময় তালেবান প্রকাশ্য ফাঁসি, বেত্রাঘাত ও প্রস্তরাঘাত নিয়মিতভাবে দিত। দুই দশক পর দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ২০২২ সালের ডিসেম্বরে তারা আবারও এই প্রয়োগ শুরু করে। সে সময়ও ভুক্তভোগীর পরিবারকে দিয়েই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করানো হয়েছিল।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আতঙ্কে রাজধানী, ২৪ ঘণ্টায় চার নারীর মরদেহ উদ্ধার

আতঙ্কে রাজধানী, ২৪ ঘণ্টায় চার নারীর মরদেহ উদ্ধার