দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
দীর্ঘ বিরতির পর ফের প্রেমের গল্পে দেব–শুভশ্রী ছবির ক্যাপশন:
ad728

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল বহু প্রতীক্ষিত সুখবর। দেব ও শুভশ্রী গাঙ্গুলি আবারও একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। গত বছর আলোচিত ছবি ‘ধূমকেতু’ মুক্তির পর দর্শকমহলে জোর গুঞ্জন ছিল—এটাই কি তবে এই জনপ্রিয় জুটির শেষ কাজ? সেই প্রশ্নের উত্তর এবার মিলতে চলেছে নতুন ছবির ঘোষণার ইঙ্গিতে।

সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে দেব ও শুভশ্রীকে নিয়ে নতুন একটি ছবি তৈরি হচ্ছে। আরও জানা যাচ্ছে, ছবিটি চলতি বছরের দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসতে পারে। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে পূজার মরসুমেই আবার দেব–শুভশ্রী জুটিকে দেখা যাবে রোমান্টিক গল্পে।

গত বড়দিনে দেব ও শুভশ্রীর আলাদা আলাদা ছবি মুক্তি পেয়েছিল। দেব অভিনীত ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’—দুটিই প্রেক্ষাগৃহ বরাদ্দ নিয়ে বিতর্কে জড়ায়। সেই পর্ব পেরিয়েই দুজন ফের একসঙ্গে কাজ করার সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা গেছে।

এর আগে ‘ধূমকেতু’র প্রচারপর্বে দেব ও শুভশ্রীকে ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ট্রেলার মুক্তির মঞ্চে তাঁদের পুরোনো ছবির জনপ্রিয় গানে একসঙ্গে নাচ, সমাজমাধ্যমে পারস্পরিক অনুসরণ এবং নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়া—সব মিলিয়ে ভক্তদের আগ্রহ নতুন করে জেগে উঠেছিল।

তবে ছবি মুক্তির পর কিছু মন্তব্য ও গুঞ্জন ঘিরে দুই তারকার সম্পর্ক নিয়ে দূরত্বের কথা শোনা যায়। সেই বিতর্কে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের নামও আলোচনায় আসে, যার প্রভাব পড়ে ফ্যান-ক্লাব পর্যায়েও। কিন্তু শেষ পর্যন্ত সব আলোচনা ও মতভেদ পেছনে ফেলে আবারও একসঙ্গে কাজের সিদ্ধান্তেই স্থির থাকলেন দেব ও শুভশ্রী।

নতুন ছবিটি আদ্যোপান্ত প্রেমের গল্প—এমনটাই জানা গেছে। ‘ধূমকেতু’ পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে আসন্ন ছবির পরিচালক কে হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দেবের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে ‘দেব এন্টারটেইনমেন্ট’।

সব মিলিয়ে বহুদিন পর প্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা—আর সেই সঙ্গে বড় পর্দায় দেব–শুভশ্রীর নতুন রসায়ন দেখার দিন গোনা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, দিতে হবে ভ

যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত, দিতে হবে ভ