বাংলাদেশের বিনোদন অঙ্গনের দুই পরিচিত শিল্পী আসিফ আকবর ও ওমর সনির প্রতি শালিনতা ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁদের ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হলে সংশ্লিষ্ট মহল থেকে শিল্পীসুলভ আচরণ বজায় রাখার তাগিদ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, জনপ্রিয় শিল্পীরা সমাজে প্রভাবশালী হওয়ায় তাঁদের বক্তব্য ও আচরণ জনমনে সরাসরি প্রভাব ফেলে। এ কারণে মতপার্থক্য থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শালিনতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। শিল্পীদের মধ্যে সুস্থ আলোচনা ও মতবিনিময় শিল্পাঙ্গনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে সহায়ক হবে বলেও মত দেওয়া হয়।
বিনোদন সংশ্লিষ্টরা বলেন, শিল্পী সমাজ কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিনিধিত্বও করে। তাই ব্যক্তিগত বা পেশাগত বিষয়ে ভিন্নমত থাকলেও তা সংযত ভাষায় উপস্থাপন করা প্রয়োজন, যাতে শিল্পাঙ্গনের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং নতুন প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা যায়।
এই আহ্বানের মাধ্যমে বিনোদন অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়টি আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক