জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী হিসেবে পরিচিত রুপক নন্দীর নাম দেখা যায়। বার্তাগুলোতে সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের চলাচল সীমিত করার হুমকির কথা উল্লেখ রয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিতও দেওয়া হয়।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হান্নান মাসউদকে সতর্ক করে হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, পোস্টে নির্দিষ্ট পরিস্থিতিতে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার কথাও উল্লেখ ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একজন নিজেকে ভিন্ন পরিচয়ে উপস্থাপন করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেছেন বলেও জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক সংগঠনের এক নেতা জানান, সম্প্রতি একটি প্রকাশ্য স্থানে দেওয়া বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনাকর মন্তব্য ও হুমকিমূলক ভাষার ব্যবহার বাড়তে থাকে। তিনি এ ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ প্রসঙ্গে আব্দুল হান্নান মাসউদ বলেন, এ ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ইতোমধ্যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
কসমিক ডেস্ক