বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা ছবির ক্যাপশন:
ad728

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হয়।

পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে। শিক্ষার্থীদের দাবি, এসব সভা ও আলোচনার মাধ্যমে পাওয়া মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকেই অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন চূড়ান্তভাবে অনুমোদন কিংবা অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, একটি সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।

এই প্রেক্ষাপটে এক দফা দাবিতে বুধবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

শিক্ষার্থীদের এই কর্মসূচির ফলে বুধবার রাজধানীর উল্লিখিত এলাকায় যান চলাচলে ভোগান্তির আশঙ্কা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা