বাংলাদেশ-ভারত সম্পর্ক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশ-ভারত সম্পর্ক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
বাংলাদেশ-ভারত সম্পর্ক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না ছবির ক্যাপশন:
ad728

ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতি কিংবা বাণিজ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্বিপক্ষীয় টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সরকার প্রত্যাশা করছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনাটি ঘটেছে, সেটি দুঃখজনক। তবে এই ঘটনার সূত্রপাত বাংলাদেশ থেকে হয়নি বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, সাম্প্রতিক পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও এর প্রভাব অর্থনীতি ও বাণিজ্য খাতে পড়বে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ কখনোই চায় না প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হোক। দুই দেশের মধ্যকার যেকোনো মতভেদ আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক বা কূটনৈতিক টানাপোড়েন অর্থনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।

এ সময় তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকীকরণের যে পরিকল্পনা রয়েছে, তা অন্তর্বর্তী সরকারের সময়কালেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কাঠামোগত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী হলফনামায় পার্থর আয়-সম্পদের পূর্ণ চিত্র

নির্বাচনী হলফনামায় পার্থর আয়-সম্পদের পূর্ণ চিত্র