রাজনৈতিক আদর্শে অবিচল ছিলেন খালেদা জিয়া: নাহিদ ইসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজনৈতিক আদর্শে অবিচল ছিলেন খালেদা জিয়া: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
রাজনৈতিক আদর্শে অবিচল ছিলেন খালেদা জিয়া: নাহিদ ইসলাম ছবির ক্যাপশন: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
ad728

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এ দেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তিনি অসামান্য ভূমিকা রাখেন।

তিনি আরও লেখেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বহুবার কারাবরণ করেছেন এবং নানা চড়াই-উতরাই পার করেছেন। তবে নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর অবস্থান ছিল আপসহীন।

নাহিদ ইসলাম লেখেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মারা যান। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকাগামী মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্র আটক

ঢাকাগামী মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্র আটক