অনিবার্য কারণে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনিবার্য কারণে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
অনিবার্য কারণে জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা ছবির ক্যাপশন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ad728

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন–২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর দীর্ঘদিন জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

শিক্ষার্থীদের একাধিকবার দাবির পরও আইনি জটিলতার কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়। এরপর গত ৫ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছিল ২২ ডিসেম্বর। তবে ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় তা আট দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত অনিবার্য কারণে নির্বাচন স্থগিত করা হলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুদ্ধবিরতির তিন মাসে গাজায় নিহত শতাধিক শিশু

যুদ্ধবিরতির তিন মাসে গাজায় নিহত শতাধিক শিশু