তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নিরাপত্তা ও আয়োজনে শেষ মুহূর্তের ব্যস্ততা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নিরাপত্তা ও আয়োজনে শেষ মুহূর্তের ব্যস্ততা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, নিরাপত্তা ও আয়োজনে শেষ মুহূর্তের ব্যস্ততা ছবির ক্যাপশন:
ad728

আর মাত্র এক দিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী বৃহস্পতিবার তাঁর আগমন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হচ্ছে বিশাল গণসংবর্ধনা। এ উপলক্ষে মঞ্চ নির্মাণ, যাতায়াত ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষ করে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে সংক্ষিপ্ত কর্মসূচি শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে গুলশানের বাসভবনে ফিরবেন।

বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত পুরো পথজুড়ে দল ও সরকারের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে তারেক রহমানের জন্য প্রস্তুত রাখা হয়েছে বুলেটপ্রুফ দুটি যান। তাঁর ব্যক্তিগত নিরাপত্তায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে। পাশাপাশি দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা দেখভাল করবে।

নিরাপত্তার অংশ হিসেবে বিএনপির কেনা একটি বুলেটপ্রুফ বাস সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে ঢাকায় এসেছে। এর আগে বিদেশ থেকে আমদানি করা বিশেষ নিরাপত্তাসম্পন্ন একটি হার্ড জিপও দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো এলসি–২৫০ মডেলের গাড়িটি ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন পেয়েছে। নিরাপত্তার প্রয়োজনে একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদনও দেওয়া হয়েছে।

গণসংবর্ধনাকে ঘিরে ৩০০ ফিট এলাকা-সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। রোববার থেকে শুরু হওয়া নির্মাণকাজ বুধবারের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঞ্চের আয়তন নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৮ ফুট বাই ৩৬ ফুট। অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। তাঁর আগমন ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অসহযোগিতার ইঙ্গিত নেই। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, এটি হতে যাচ্ছে বিএনপির ইতিহাসের অন্যতম বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠান।

এদিকে সংবর্ধনা আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের লিখিত অনুমতিও পেয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অনুমতিপত্র ইতোমধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে পৌঁছেছে।

নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদার ভিত্তিতে দেশের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হবে এবং নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। তবে এসব যাতায়াতের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন ও গণসংবর্ধনাকে কেন্দ্র করে নিরাপত্তা, জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে জাপা–এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদ

খাগড়াছড়িতে জাপা–এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদ