azhari-voice-clone-fake-ads-warning The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

azhari-voice-clone-fake-ads-warning

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
azhari-voice-clone-fake-ads-warning ছবির ক্যাপশন:
ad728

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর নাম, ছবি, ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের ভুয়া কনটেন্ট ও বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব বিষয় তুলে ধরেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি লেখেন, সম্প্রতি একটি কুচক্রী প্রতারক চক্র তার ছবি, ভিডিও এবং এমনকি ভয়েস ক্লোন ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, এসব ভুয়া কনটেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়া পণ্য, চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধজাত পণ্যের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এর ফলে এআই প্রযুক্তি সম্পর্কে সচেতন নন— এমন অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন।

ড. আজহারী আরও জানান, এসব ভুয়া প্রচারণার কারণে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তিনি বলেন, এসব ভুয়া পণ্য বা তথাকথিত সেবার বিষয়ে Hasanah Foundation–এর অফিসিয়াল নম্বরে নিয়মিত ফোনকল আসছে, যা ফাউন্ডেশনের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।

স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে বলেন, এসব প্রচারণার সঙ্গে তার বা Hasanah Foundation–এর কোনো ধরনের সম্পর্ক নেই। তার পরিচয় ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বিক্রির চেষ্টা করা হলে সেটি সম্পূর্ণ ভুয়া, প্রতারণামূলক ও অনৈতিক।

ড. মিজানুর রহমান আজহারী জানান, ইতোমধ্যে এসব প্রতারক মিডিয়া, পেজ ও প্ল্যাটফর্মের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব কনটেন্ট অপসারণ না করা হলে দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকেই প্রতারণা চালানো হোক না কেন— সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থ এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি প্রতারকচক্রের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ না করলে আইনি ব্যবস্থা গ্রহণ অনিবার্য হবে।

পরিশেষে ড. আজহারী সাধারণ মানুষকে উদ্দেশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিজ্ঞাপন বা ভিডিও দেখার পর বিশ্বাস করার আগে অবশ্যই তার অফিশিয়াল ও নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করা উচিত।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তারেক রহমানের বাসার আশপাশে সন্দেহজনক তৎপরতা, আটক ২

তারেক রহমানের বাসার আশপাশে সন্দেহজনক তৎপরতা, আটক ২