গুলিবিদ্ধ শিশু হুজাইফার স্ট্রোক, লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস্থা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গুলিবিদ্ধ শিশু হুজাইফার স্ট্রোক, লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
গুলিবিদ্ধ শিশু হুজাইফার স্ট্রোক, লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস্থা ছবির ক্যাপশন:
ad728

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো গুরুতর। বর্তমানে তাকে কৃত্রিমভাবে শ্বাস নিতে সহায়তা করা হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে, শিশুটির স্ট্রোক হয়েছে।

বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিক্যাল বোর্ডের বৈঠকে এই তথ্য জানানো হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত হুজাইফার চিকিৎসা দেশেই চালিয়ে যাওয়া হবে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার ফলে হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়েছে, যা তার বর্তমান জটিল অবস্থার অন্যতম কারণ। এ অবস্থায় চলমান চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত কিছু ওষুধ সংযোজন করা হয়েছে। বিশেষভাবে মস্তিষ্কের ভেতরের চাপ কমাতে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

বর্তমানে শিশুটিকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। অর্থাৎ, যন্ত্রের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস চলছে। মেডিক্যাল বোর্ড জানায়, গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী হুজাইফার জ্ঞানের মাত্রা ১৫-এর মধ্যে ৭—যা তার অবস্থার গুরুতরত্ব নির্দেশ করে।

বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, হুজাইফার শারীরিক অবস্থা প্রতিনিয়ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার উন্নতি বা অবনতি অনুযায়ী ধাপে ধাপে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে গুলিবিদ্ধ হওয়া, মস্তিষ্কের রক্তনালির ক্ষতি এবং স্ট্রোক—এই তিনটি জটিলতা মিলিয়ে হুজাইফার চিকিৎসা অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। এজন্য অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হুজাইফাকে ঢাকায় আনা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় তার মস্তিষ্কের চাপ কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছিল।

৯ বছর বয়সী হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা। গত রবিবার সকালে দাদার সঙ্গে নাশতা আনতে যাওয়ার সময় মায়ানমার দিক থেকে ছুটে আসা গুলিতে সে গুরুতর আহত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁদাবাজি ও মামলাবাণিজ্যের বিরুদ্ধে ভোট চাইলেন ব্যারিস্টার র

চাঁদাবাজি ও মামলাবাণিজ্যের বিরুদ্ধে ভোট চাইলেন ব্যারিস্টার র