আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ইসি জানায়, প্রবাসী ভোটাররা কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন। ভোট প্রদানের পর সংশ্লিষ্ট ব্যালট নির্ধারিত নিয়ম অনুযায়ী ডাকযোগে পাঠাতে হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট দেওয়ার পর হলুদ খামে সংরক্ষিত পোস্টাল ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। একই সময়ের মধ্যে ব্যালটটি বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে আজ বুধবার ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকেল ৫টা থেকে অ্যাপে উল্লেখিত ধাপ অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের নির্দেশনা দেখে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ইসির অপর এক বার্তায় জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকায় একজন ভোটারের পক্ষে অন্য কেউ ভোট দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোট প্রদানের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।