মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে পোস্টাল ভোট নিয়ে গণশুনানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে পোস্টাল ভোট নিয়ে গণশুনানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে পোস্টাল ভোট নিয়ে গণশুনানি ছবির ক্যাপশন:
ad728

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোট ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানী মালেতে অবস্থিত হাইকমিশনের চ্যান্সারি হলরুমে এ উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি কনস্যুলার সেবা, শ্রমসংক্রান্ত সমস্যা, অভিজ্ঞতা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। সভার শুরুতে কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ ২০২৫ সালের কনস্যুলার উইংয়ের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন। একই সঙ্গে কল্যাণ সহকারী আল মামুন পাঠান শ্রম উইংয়ের গত বছরের কার্যক্রম তুলে ধরেন।

গণশুনানিতে প্রবাসীদের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের জবাবে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ পোস্টাল ভোট প্রদানের পদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, ডাকযোগে ব্যালট পাঠানোর নিয়ম, নির্ধারিত সময়সীমা এবং ভোটদান প্রক্রিয়ায় প্রবাসীদের করণীয় বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিভিন্ন প্রবাসী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. আলমগীর সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, এ ধরনের উন্মুক্ত গণশুনানি প্রবাসীদের সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে এতে হাইকমিশনের জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সেবার মান উন্নত করা সম্ভব হয়। তিনি জানান, প্রবাসীবান্ধব সেবা জোরদারে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

হাইকমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরে প্রবাসীদের কাছ থেকে মৌখিক ও লিখিতভাবে মোট ৯২০টি অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্যে ৬৫০টি অভিযোগের সফল সমাধান করা হয়েছে। পাশাপাশি হটলাইন মোবাইল নম্বরের মাধ্যমে ৫ হাজার ৬০০টি সেবা প্রদান করা হয়। এ সময় ৭৬৮ জন প্রবাসী কল্যাণ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেন।

এ ছাড়া দেশে প্রত্যাবর্তনের জন্য মোট ১৪ হাজার ৫১টি আউটপাস ইস্যু করা হয়েছে, যার মধ্যে ডিটেনশন সেন্টারে আটক ২৫৩ জন প্রবাসী অন্তর্ভুক্ত ছিলেন। গত বছরে হাইকমিশনের প্রতিনিধিদল কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন ডিটেনশন সেন্টার ৩১ বার পরিদর্শন করে। একই সময়ে মালদ্বীপের হিমাগার ১২ বার পরিদর্শনের মাধ্যমে ৪৪টি মরদেহ দেশে পাঠানো হয়। পাশাপাশি নতুন বাংলাদেশি শ্রমিকদের মালদ্বীপে আগমনের প্রক্রিয়া সহজ করতে ৭৬৩টি ভিসা সত্যায়ন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনইআইআর ইস্যুতে মাত্র দেড় হাজার মোবাইল ব্যবসায়ী জড়িত বে-আইনি

এনইআইআর ইস্যুতে মাত্র দেড় হাজার মোবাইল ব্যবসায়ী জড়িত বে-আইনি