বিনা অনুমতিতে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ ফারুকুল ইসলামের অনুকূলে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিনের অথবা প্রস্থানের তারিখ হতে ১৫ দিনের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময় অনুযায়ী ছুটি ভোগ না করে ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে আগ্রহ প্রকাশ করে আবেদন করেন।
আবেদন অনুযায়ী ছুটির মেয়াদ ১৯ অক্টোবর শেষ হলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি। পরবর্তী সময়ে ২০ অক্টোবর থেকে চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত টানা ৬৫ দিন তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
অফিস আদেশে আরও বলা হয়, এই অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’-এর শামিল। এ কারণে বিধিমালার ১২(১) ধারায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রশাসনিক সূত্র বলছে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হয় এবং এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
কসমিক ডেস্ক