ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।
ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী আজ ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের মাঠে নামার কথা থাকলেও ম্যাচটি স্থগিত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে কিছু লোক স্টেডিয়ামের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।
এছাড়া বিপিএল সংশ্লিষ্ট বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। স্টেডিয়ামের ভেতরের দিকে ইট ও পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা এক মন্তব্যকে অবমাননাকর বলে অভিযোগ তোলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এর প্রতিবাদে বুধবার রাতেই বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় সংগঠনটি।
পরবর্তীতে বিসিবির পক্ষ থেকে বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। বরং বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে কোয়াব জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেটার মাঠে নামবেন না।
এর কিছু সময় পর বিসিবির সূত্রের বরাতে প্রকাশিত খবরে জানানো হয়, এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করলেও কোয়াবের দাবি ছিল, তাকে পুরো বোর্ড থেকেই সরিয়ে দেওয়া।