পিচ রিপোর্টে আগেই জানানো হয়েছিল, উইকেটটি ব্যাটসম্যানদের জন্য স্বর্গের মতো। কিন্তু ম্যাচের শুরুতে তার কোনো ছাপ দেখা গেল না ঢাকার ব্যাটিংয়ে। চট্টগ্রাম রয়্যালসের বোলারদের দাপটে বিপিএলের শুক্রবারের প্রথম ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস। শেষ পর্যন্ত ব্যাটে-বলে একতরফা দাপট দেখিয়ে ১০ উইকেটে জয় তুলে নেয় চট্টগ্রাম।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৯.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। নতুন বলেই আঘাত হানেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই সাইফ হাসানকে ফিরিয়ে ঢাকার ভোগান্তির শুরুটা করে দেন তিনি। আগের দুই ম্যাচের মতো এবারও ব্যর্থ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ফেরেন মাত্র ১ রান করে।
এক প্রান্তে আফগান ব্যাটসম্যান জুবাইদ আকবারিও ছিলেন সম্পূর্ণ ছন্দহীন। ১২ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। তিন নম্বরে নামা উসমান খান কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ১৫ বলে ২১ রান করে তানভির ইসলামের বলে কিপার অ্যাডাম রসিংটনের স্টাম্পিংয়ের শিকার হন।
এরপর ঢাকার ইনিংস যেন দ্রুতই ভেঙে পড়ে। আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা শামীম হোসেন, অধিনায়ক মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম—কেউই বড় ইনিংস খেলতে পারেননি। বিশেষ করে রসিংটনের ক্ষিপ্রতার সামনে অসহায় ছিলেন ঢাকার ব্যাটসম্যানরা।
উইকেটের পেছনে দাঁড়িয়ে এক ইনিংসে চারটি স্টাম্পিং করে বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েন রসিংটন। তানভির ইসলামের বলে দুটি ও শেখ মেহেদি হাসানের বলে দুটি স্টাম্পিং করেন তিনি। চার ওভারে মাত্র ৮ রান দিয়ে তিন উইকেট নেওয়া তানভির ছিলেন ঢাকার ব্যাটিং ধসের বড় কারিগর। শরিফুল ইসলামও চার ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট।
৬৬ রানে ৭ উইকেট হারানোর পর নাসির হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন কিছুটা প্রতিরোধ গড়েন। ৬ ওভারে ৪৮ রানের জুটিতে ঢাকাকে শতরান পার করান দুজন। নাসির করেন ১৭ রান, সাইফ উদ্দিন ২৫ বলে অপরাজিত থাকেন ৩৩ রানে।
১২৩ রানের লক্ষ্য তাড়ায় কোনো চাপই নেয়নি চট্টগ্রাম। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন শুরু থেকেই ঢাকার বোলিং আক্রমণকে নিষ্প্রভ করে দেন। ৪০ বলে ৫৪ রান করে নাঈম অপরাজিত থাকেন, যা ছিল এবারের আসরে তাঁর প্রথম ফিফটি। অন্য প্রান্তে রসিংটন ৩৬ বলে অপরাজিত ৬০ রান করেন।
১২.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ৪৪ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেন নাঈম–রসিংটন। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ-সেরার পুরস্কার ওঠে রসিংটনের হাতে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ১৯.৪ ওভারে ১২২
চট্টগ্রাম রয়্যালস: ১২.৪ ওভারে ১২৩/০
ফল: চট্টগ্রাম রয়্যালস ১০ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম রসিংটন
কসমিক ডেস্ক