ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
ভারত সফর ইস্যুতে অনড় বিসিবি ও আইসিসি, কাটেনি বিশ্বকাপ জটিলতা ছবির ক্যাপশন:
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে চলমান জটিলতা এখনো কাটেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। অন্যদিকে সূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় ভেন্যু পরিবর্তনে অনাগ্রহ দেখিয়েছে আইসিসি।

গতকাল দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্স বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বোর্ডের প্রতিনিধিরা আইসিসিকে স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের জন্য ভারত সফর করা সম্ভব নয়। নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে তারা বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব পুনরায় দেন।

এর জবাবে আইসিসি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হওয়ায় নতুন করে ভেন্যু পরিবর্তন করা অত্যন্ত জটিল। একই সঙ্গে তারা বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।

তবে বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। বরং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ আইসিসির সামনে আরও জোরালোভাবে তুলে ধরে। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সংকট আপাতত নিরসনের পথে এগোয়নি।

তবে আলোচনার দরজা বন্ধ হয়নি—এটাই দুই পক্ষের বৈঠকের ইতিবাচক দিক। বৈঠক শেষে বিসিবির সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন বলেন, বিসিবি কোনো কঠোর বা অযৌক্তিক অবস্থান নেয়নি। তারা বাস্তবভিত্তিক বিষয়গুলো আইসিসির সামনে তুলে ধরেছে।

তিনি বলেন, “আমরা আমাদের অবস্থানের কথা বলেছি। আইসিসিও বিকল্প পথ খোঁজার কথা বলেছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচকভাবে দেখছি, তবে আমাদের আগের অবস্থানেই আছি।”

বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই। ফলে বিষয়টির দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাখাওয়াত হোসেন বলেন, আলোচনা শুরু হয়েছে—এটাই বড় বিষয়। এখন দেখা যাক, এর থেকে কী সিদ্ধান্ত আসে।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না পারার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের পর থেকেই আইসিসি ও বিসিবির মধ্যে সমাধান খোঁজার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসা সংকটে পর্যটন, শিক্ষা ও কাজ—সবই বিপাকে

ভিসা সংকটে পর্যটন, শিক্ষা ও কাজ—সবই বিপাকে