শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্লাহর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্লাহর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্লাহর ছবির ক্যাপশন:
ad728

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম শিগগিরই চালু হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ উদ্যোগের জন্য তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের দাবি তিনি আগেই তুলেছিলেন। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।

তিনি বলেন, আমরা আনন্দিত যে, সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। এক মাসের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এতে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ গ্রহণের পথ কিছুটা হলেও সহজ হবে, ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ আরও জানান, প্রাথমিকভাবে শরিয়াহ উইং চালুর দাবি জানানো হলেও আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের একটি অনুষ্ঠানে সর্বশেষ দাবি ছিল—প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ কার্যক্রম চালু করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে সে দিকেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে একই দিনে ফেসবুকে দেওয়া এক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে খুব শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হচ্ছে। তিনি বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনায় জানা গেছে, চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ড. আসিফ নজরুল তার বার্তায় উল্লেখ করেন, এই উদ্যোগ গ্রহণে শায়খ আহমাদুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এজন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পুলিশ সদস্যকে ছুরি দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪

পুলিশ সদস্যকে ছুরি দেখিয়ে ২ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৪