ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল আবারও গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডিবি পুলিশ গ্রেপ্তারের বিষয়টি থানাকে অবহিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় মোট দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা বর্তমানে কার্যকর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব পরোয়ানা মূলত প্রতারণা ও অর্থ আত্মসাতসংক্রান্ত মামলার সঙ্গে সংশ্লিষ্ট।
উল্লেখ্য, ইভ্যালির চেয়ারম্যান ও সিইওকে এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতের আদেশে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান।
তবে নতুন করে দায়ের হওয়া মামলা ও বিদ্যমান গ্রেপ্তারি পরোয়ানার কারণে তারা পুনরায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এলেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।