ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন রাশেদ প্রধান। পোস্টে তিনি লেখেন,
‘আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাত ৮টায় আমাদের ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যাই হোক, আমরা সবাই রাজপথের সাথি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—আপনারা একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি আরও লেখেন,
‘ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

একই পোস্টে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন,
‘আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত “সুমধুর” ভাষায় গালাগাল শুরু করতে পারেন। মহান রাব্বুল আলামিন আমাদের এই ঐক্যের প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন—আমিন।’

এর আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে রাশেদ প্রধান পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে প্রার্থিতা করার ঘোষণা দিয়েছিলেন। তবে হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশন প্রথমে তার প্রার্থিতা বাতিল করে। পরবর্তীতে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান।

এদিকে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নির্বাচন করছেন। এই আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির ইকবাল হোসাইন ইতিমধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

অন্যদিকে পঞ্চগড়-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

রাশেদ প্রধানের এই সিদ্ধান্তকে ১১ দলীয় জোটের ভেতরে আসন সমঝোতা ও রাজনৈতিক ঐক্য আরও দৃঢ় করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরপুরে ভোটার তথ্য সংগ্রহ ইস্যুতে সংঘর্ষ, আহত ১৬ জন

মিরপুরে ভোটার তথ্য সংগ্রহ ইস্যুতে সংঘর্ষ, আহত ১৬ জন