ত্রয়োদশ সংসদ নির্বাচন: রাজশাহীর প্রার্থীদের স্ত্রীদের সম্পদ নিয়ে বিতর্ক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ সংসদ নির্বাচন: রাজশাহীর প্রার্থীদের স্ত্রীদের সম্পদ নিয়ে বিতর্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
ত্রয়োদশ সংসদ নির্বাচন: রাজশাহীর প্রার্থীদের স্ত্রীদের সম্পদ নিয়ে বিতর্ক ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের এমপি প্রার্থীদের দাখিল করা হলফনামার তথ্য পর্যালোচনায় নানা অসঙ্গতি দেখা গেছে। কোথাও আয়ের সুস্পষ্ট উৎস না থাকলেও স্ত্রীর নামে কোটিপতি সম্পদের উল্লেখ রয়েছে, আবার কোথাও জমি ও স্বর্ণের মূল্য অস্বাভাবিকভাবে কম দেখানো হয়েছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন হলফনামায় নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর নামে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকে জমা টাকা, ব্যবসায় বিনিয়োগ, স্থায়ী আমানত ও গাড়িসহ বিপুল অস্থাবর সম্পদের তথ্য রয়েছে। পাশাপাশি ঢাকার মিরপুর ও বনানীতে জমি ও বাড়িসহ স্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন তিনি। তবে তাঁর স্ত্রী হেলালুন নাহার পেশায় গৃহিণী হলেও হলফনামা অনুযায়ী তাঁর নামে উল্লেখযোগ্য অস্থাবর সম্পদ, স্থায়ী আমানত ও বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে।

এই আসনে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমান হলফনামায় রাজনীতি ও বই লেখাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ও তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ তুলনামূলক কম দেখানো হলেও স্ত্রীর নামে স্বর্ণ ও নগদ অর্থের উল্লেখ রয়েছে। একই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহানের হলফনামায় স্ত্রীর নামে গাড়ি ও স্বর্ণের তথ্য থাকলেও স্বর্ণের মূল্য অত্যন্ত কম দেখানো হয়েছে।

রাজশাহী-২ (সদর)

এই আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হলফনামায় তাঁর ও তাঁর স্ত্রীর নামে নগদ অর্থ, স্বর্ণ, ফ্ল্যাট ও বাড়িসহ বিভিন্ন সম্পদের তথ্য রয়েছে। তবে স্বর্ণ ও ফ্ল্যাটের অর্জনকালীন মূল্য অস্বাভাবিকভাবে কম দেখানো হয়েছে বলে দেখা যায়। তাঁর স্ত্রী সালমা শাহাদত হলফনামা অনুযায়ী কোটিপতি।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমানা গ্রুপের চেয়ারম্যান ফজলুল করিমের হলফনামায় ব্যবসা ও সম্মানী থেকে আয়ের পাশাপাশি বিপুল অস্থাবর ও স্থাবর সম্পদের তথ্য রয়েছে। তাঁর দুই স্ত্রী পেশায় গৃহিণী হলেও স্বর্ণের মালিকানা উল্লেখ করা হয়েছে। এছাড়া তাঁর ও প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের ব্যাংক ঋণের তথ্যও রয়েছে।

একই আসনে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের হলফনামায় তাঁর ও তাঁর স্ত্রীর আয়ের উৎস ও সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে ভবনের মূল্য সংক্রান্ত কিছু তথ্য সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর)

এই আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন ও তাঁর স্ত্রী উভয়েই ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী তাঁদের দুজনেরই অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য। স্ত্রীর নামে স্বর্ণ ও সম্পদের মূল্য তুলনামূলক কম দেখানো হয়েছে। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের হলফনামায় দেখা যায়, তাঁর গৃহিণী স্ত্রী স্থাবর সম্পদের দিক থেকে স্বামীর চেয়েও বেশি সম্পদের মালিক। তবে স্বর্ণের মূল্য সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

তবে প্রার্থীরা হলফনামায় দেওয়া তথ্য নিয়ে কোনো অসত্যের অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, প্রত্যেকের আয় ও সম্পদের হিসাব আয়কর নথিতে অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে কোনো ধরনের অসঙ্গতি নেই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
Caritas Romana: মানবিকতা, ন্যায় ও করুণার চিরন্তন প্রতীক

Caritas Romana: মানবিকতা, ন্যায় ও করুণার চিরন্তন প্রতীক