আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড এসেম্বলি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কাজ করে যাচ্ছে। আমরা কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনেই ‘হা’ ভোটসহ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আমরা আশা করি, প্রশাসন ১০ দলীয় জোটসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনও যদি আমরা না পাই, তাতেও আমাদের কোনো আক্ষেপ থাকবে না। আমাদের মূল লক্ষ্য ক্ষমতা নয়, বরং একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন।”
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক আমীর আব্দুল মতিন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন নির্বাচনে যেন কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।