জাতির ওপর থেকে এখনো কালো ছায়া পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী তাদের সংগ্রাম চালিয়ে যাবে।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সকল ধর্ম ও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করাই জামায়াতের লক্ষ্য। শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী ও মানসম্মত কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।
তিনি বলেন, জামায়াত এমন শিক্ষা প্রতিষ্ঠান চায়, যেখানে কলমের হাতে অস্ত্র থাকবে না, মাদক ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না এবং যেখানে মা ও বোনেরা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারবেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী ছাত্রশিবির এখন আর কেবল একটি সাধারণ ছাত্রসংগঠন নয়। চব্বিশের বিপ্লব-পরবর্তী সময়ে ছাত্রসমাজ এই সংগঠনকে যে আস্থা ও ম্যান্ডেট দিয়েছে, তার অর্থ ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব এখন ছাত্রশিবিরের কাঁধে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব ছাত্রশিবিরের। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ভয়, সন্ত্রাস ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল, তার রেশ এখনো পুরোপুরি কাটেনি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবিরের লড়াই চলবে।
ছাত্র ও শিক্ষকের সম্পর্ক পিতা–পুত্রের মতো হওয়া উচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, কোনো শিক্ষককে অপদস্থ করা হবে না এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কেন্দ্র হতে দেওয়া হবে না। অতীতে যারা এসব কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা নিন্দিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ছাত্রদের কাঁধে অসংখ্য শহিদের আত্মত্যাগ ও প্রত্যাশার ভার রয়েছে। সেই দায়িত্ব পালনের শক্তি আল্লাহ যেন তাদের দান করেন।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী তকমা, রগকাটা অপবাদ, ক্রসফায়ার বা আয়নাঘরের ভয় দেখিয়ে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
কসমিক ডেস্ক