সিটি গভর্নমেন্ট ছাড়া রাজধানী পরিচালনা অসম্ভব: আবদুস সালাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিটি গভর্নমেন্ট ছাড়া রাজধানী পরিচালনা অসম্ভব: আবদুস সালাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
সিটি গভর্নমেন্ট ছাড়া রাজধানী পরিচালনা অসম্ভব: আবদুস সালাম ছবির ক্যাপশন:
ad728

সরকারি জায়গা দখল, ফুটপাত গ্রাস, পরিকল্পনাহীন নগরায়ণ এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে ঢাকা মহানগর আজ গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তার মতে, এই সংকট থেকে উত্তরণে সিটি গভর্নমেন্ট গঠন ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে গুলশান সোসাইটি এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক নগর সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ক্রমবর্ধমান অব্যবস্থাপনা প্রতিরোধ ও নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, বিশ্বের অন্য কোনো দেশে সরকারি জায়গা দখল করা যতটা কঠিন, বাংলাদেশে তা ততটাই সহজ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর নজরদারি না থাকায় ফুটপাত ও সরকারি জমি দখল এখন নিত্যদিনের ঘটনা। তিনি বলেন, নাগরিকরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে অন্তত অর্ধেক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে কমে আসবে।

ঢাকা মহানগরের সমস্যার মূল কারণ চিহ্নিত না করে উপসর্গের চিকিৎসা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, নির্বাচিত মেয়র থাকলেও বাস্তবে তার ক্ষমতা প্রায় শূন্য। আইনশৃঙ্খলার জন্য মেয়রকে দায়ী করা হলেও পুলিশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই—এই দ্বৈত ব্যবস্থায় একটি মহানগর পরিচালনা কার্যকর হতে পারে না।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার কখনোই স্থানীয় সরকারকে শক্তিশালী হতে দেয়নি। ফলে সিটি করপোরেশন, রাজউক, ওয়াসা ও ডেসকোর মতো সংস্থাগুলোর মধ্যে চরম সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এক সংস্থা রাস্তা কাটে, অন্য সংস্থা আবার তা ভরাট করে—এই বিশৃঙ্খলাই ঢাকাকে ক্রমে বসবাসের অযোগ্য করে তুলছে।

আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর ঢাকায় দৃশ্যমান পরিবর্তন এসেছিল। বেগম খালেদা জিয়াও রাজধানী উন্নয়নে আন্তরিক উদ্যোগ নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক স্বার্থে ঢাকা সিটিকে দুই ভাগ করা হয়, যা জনগণের স্বার্থে নয়, বরং একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি সুস্পষ্ট নগরভিত্তিক ভিশন ও মাস্টার প্ল্যান রয়েছে। এর মধ্যে রয়েছে—পরিচ্ছন্ন ঢাকা গড়া, কার্যকর স্বাস্থ্যসেবা, যুবকদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তা ও ফুটপাত আলাদা করা, মাদকমুক্ত সমাজ গঠন, সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে নাগরিক সেবা নিশ্চিত করা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান শক্তিশালী করা এবং নাগরিক সেবা সহজলভ্য করা। এই ১০টি বিষয় বিএনপির নগর ভাবনার মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।

ঢাকাকে বাঁচাতে হলে জাতীয় পর্যায়ের পরিকল্পনা জরুরি উল্লেখ করে আবদুস সালাম বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষা করা না গেলে রাজধানীকেও রক্ষা করা যাবে না। নদীভাঙন, গ্রামীণ দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাব ঢাকামুখী জনস্রোত বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বহু প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে, যা এক-দুই বছরে পুনরুদ্ধার সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী ও গণতান্ত্রিক সরকার। নির্বাচনের পর সরকারকে কাজের সময় দিতে হবে বলেও তিনি মত দেন।

আবদুস সালাম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। রাজনৈতিক আন্দোলন করলেও তারা কখনো শিল্প, অর্থনীতি বা উন্নয়নের ধারা বন্ধ করেনি। রাজনীতিকে ইতিবাচক পথে পরিচালিত করা গেলে দেশ এগিয়ে যাবে।

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ঢাকাকে বাঁচাতে হলে মেয়রের হাতে পূর্ণ নির্বাহী ক্ষমতা দিতে হবে। সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা মহানগরকে বাসযোগ্য করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি রাজধানীবাসী, বিশেষ করে গুলশান, বনানী ও ধানমন্ডির প্রভাবশালী নাগরিকদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, এনসিবির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধিরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীন দল এনসিপির বড় স্বপ্ন, নজর ১০টি আসনে

নবীন দল এনসিপির বড় স্বপ্ন, নজর ১০টি আসনে