১০–দলীয় ঐক্যের সিদ্ধান্ত অমান্য: সংবাদ সম্মেলনে এনসিপি প্রার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১০–দলীয় ঐক্যের সিদ্ধান্ত অমান্য: সংবাদ সম্মেলনে এনসিপি প্রার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
১০–দলীয় ঐক্যের সিদ্ধান্ত অমান্য: সংবাদ সম্মেলনে এনসিপি প্রার্থী ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনটি ১০–দলীয় নির্বাচনী ঐক্যের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত থাকলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জামায়াত প্রার্থীর ‘স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদ জানিয়ে এনসিপি প্রার্থীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১০টায় নগরের বহদ্দারহাট এলাকার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়—‘১০–দলীয় নির্বাচনী ঐক্যজোট, চট্টগ্রাম অঞ্চল’। ব্যানারের শিরোনামে লেখা ছিল, “১০–দলীয় জোটের সিদ্ধান্ত অমান্য করে চট্টগ্রামে এনসিপির একমাত্র আসন চট্টগ্রাম-৮–এ জামায়াত–সমর্থিত প্রার্থীর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন”

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৮ আসনের এনসিপি প্রার্থী ও দলটির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ উপস্থিত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত উল্লাহও অংশ নেন। তিনি ওই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে এনসিপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, ১০–দলীয় নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফই চূড়ান্ত প্রার্থী। জোটের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং জামায়াতের প্রার্থীকে একই সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্যে মো. জোবাইরুল হাসান আরিফ বলেন, জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকা জরুরি। সেই কারণেই ১০–দলীয় নির্বাচনী ঐক্য গঠন করা হয়েছে। তিনি বলেন, জোটের নীতিমালা অনুযায়ী নির্ধারিত প্রার্থী ছাড়া অন্য সবাইকে প্রার্থিতা প্রত্যাহার করার কথা থাকলেও চট্টগ্রাম-৮ আসনে একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছে।

জোট ছাড়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট ছাড়ার প্রশ্ন আপাতত নেই। তবে জাতীয় স্বার্থে আঘাত লাগলে পরিণতি যেকোনো কিছু হতে পারে। তিনি জামায়াত প্রার্থী মো. আবু নাছেরকে পাশে নিয়ে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

এক প্রশ্নের উত্তরে জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘স্বেচ্ছাচারিতা’ বিষয়টি মূলত একটি ভুল–বোঝাবুঝির ফল। তাঁর দাবি, জামায়াতের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনায় জানা গেছে, প্রার্থী মো. আবু নাছের চট্টগ্রামে উপস্থিত না থাকায় সময়মতো মনোনয়ন প্রত্যাহার করা সম্ভব হয়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনে মোট ৯ জন প্রার্থীর প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির নগর শাখার আহ্বায়ক এরশাদ উল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল আলম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।

এবারের নির্বাচনে ১০–দলীয় নির্বাচনী ঐক্যের অংশীদার দলগুলো হলো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা।

জামায়াত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৯টি জামায়াতের জন্য নির্ধারিত ছিল এবং এনসিপিকে দেওয়া হয় একটি আসন। তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম-৮ ছাড়াও চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৭ আসনে জোটের সিদ্ধান্তের ব্যতিক্রম দেখা গেছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, কয়েকটি আসনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। লিয়াজোঁ কমিটি তথ্য সংগ্রহ করছে এবং আলোচনা শেষে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সীতাকুণ্ডের পাহাড়ে র‍্যাব অভিযানে গুলিতে কর্মকর্তা নিহত

সীতাকুণ্ডের পাহাড়ে র‍্যাব অভিযানে গুলিতে কর্মকর্তা নিহত