শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, সহিংসতা বা হঠকারী কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ হাদির আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, শহীদ হাদি কোনো সহিংস পথের অনুসারী ছিলেন না। তাঁর বিশ্বাস ছিল মেধা, মনন ও জ্ঞানের শক্তিতে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী চিন্তাকে পরাজিত করা। সেই আদর্শ থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ডাকসু ভিপি আরও বলেন, শহীদ হাদির লক্ষ্য বাস্তবায়নের সংগ্রাম দীর্ঘমেয়াদি। সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা যাবে না। বরং যেকোনো অপরিকল্পিত ও হঠকারী পদক্ষেপ শহীদ হাদির আত্মত্যাগ এবং চলমান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি দেশবাসী, বিশেষ করে ছাত্র-জনতার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোনো ধরনের ফাঁদ বা উসকানিতে পা না দিয়ে শহীদ হাদিকে বুকে ধারণ করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।
এদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে।
কসমিক ডেস্ক