ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: মাহদী আমিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: মাহদী আমিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: মাহদী আমিন ছবির ক্যাপশন:
ad728

ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি হয়নি এবং এ বিষয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এসব বক্তব্য রাজনৈতিক অপকৌশল এবং জামায়াতের অপপ্রচার।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির কথা বলে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তার ভাষায়, এটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক কৌশল। কেউ যদি ভুল তথ্যের ভিত্তিতে এসব কথা বলে থাকেন, তাহলে সেটি অজ্ঞতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতিকেই বোঝে। তার মতে, অপপ্রচার ও অপরাজনীতির কোনো স্থান বিএনপির রাজনীতিতে নেই। তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল দর্শন বাংলাদেশপন্থি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবস্থান—‘সবার আগে বাংলাদেশ’—এই নীতির ওপরই বিএনপির সব কার্যক্রম পরিচালিত হয়।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতাকে কেন্দ্র করে আবর্তিত। যারা ভুল তথ্য ছড়িয়ে বিতর্ক তৈরি করতে চাইছেন, তাদের উদ্দেশ্য যে রাজনৈতিক, সেটি স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের নামে প্রতারণার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এ ধরনের কোনো অনিয়মের চেষ্টা হলে তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত।

এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন। আগামী ২৫ জানুয়ারি তিনি শিক্ষার্থী ও তরুণদের সঙ্গে একটি পলিসি টক অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে দলের নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ারও কথা রয়েছে তার।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফসহ একজন আটক

কালীগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৬ বোতল এস্কাফসহ একজন আটক