বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছে। বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। কিছু চক্রান্তকারী পেছন থেকে দেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে তৎপর। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় এবং চক্রান্তকারীদের ফাঁদে না পড়ি।
রোববার ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ প্রশিক্ষণকেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন হাফেজ আব্দুর রশিদ, আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী।
মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন পণ্ড করার চেষ্টা হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে বলেন, তার আগমনে ঢাকার রাজপথে স্বতঃস্ফূর্ত জনসমাগম হয়েছে। তার বক্তব্যে বারবার ইসলাম ও আল্লাহর কথা উঠে এসেছে, যা আলেম সমাজের কাছে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করবে না। যারা বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী বলে প্রচার করছে, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি সব সময় কুরআন-সুন্নাহর পথে থাকতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিএনপি শান্তি চায় এবং নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়—যেখানে প্রত্যেকে নির্বিঘ্নে ইবাদত ও ধর্মচর্চা করতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে।
স্থানীয় উন্নয়ন বিষয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ের পুরোনো বিমানবন্দর পুনরায় চালু করা হবে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানীয় দাবিগুলো বাস্তবায়নের জন্য তিনি জীবনভর কাজ করে যাচ্ছেন। ধর্মীয় নেতাদের কল্যাণে পরিকল্পনা অনুযায়ী ক্ষমতায় এলে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান করা হবে।
সভা শেষে আবেগঘন কণ্ঠে মির্জা ফখরুল জানান, এটি হয়তো তার শেষ নির্বাচন। বয়স হয়ে গেছে, পরে নির্বাচন করা সম্ভব হবে কিনা জানেন না।
কসমিক ডেস্ক