শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালাচ্ছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, প্রয়োজনে তারা এক মাসও রাজপথে থাকবেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও যদি আশ্বাস দেন, আমরা রাজপথ ছাড়ব না। বিচার নিশ্চিত করেই ঘরে ফিরব। হাদি হত্যার জন্য যদি এক মাসও থাকতে হয়, আমরা থাকব।”
শাহবাগে অবস্থান চলাকালে মঞ্চের নেতা–কর্মীরা হাদির কবর জিয়ারত করেছেন এবং সেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, নারী ও শিশুরাও অংশ নিয়েছেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ প্রভৃতি স্লোগান দেন।
অবস্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা উপলক্ষে স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করেন। বিকেলের দিকে পরীক্ষা শেষ হলে আরও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন, উপদেষ্টা ও প্রশাসনের অনুরোধের পরেও জনতার সঙ্গে কথা না হলে তাঁদের লড়াই থেমে যাবে না।
শাহবাগের বাইরে সিলেট, কুষ্টিয়া ও রংপুরে অনুরূপ অবস্থান ও বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেওয়া হয়, কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধের মাধ্যমে বিক্ষোভ মিছিল করা হয়, এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কসমিক ডেস্ক