জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ জোহরের নামাজ আদায় করেছেন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নামাজ শুরু হয়। এর আগে মানিক মিয়া এভিনিউ কনায় কনায় পূর্ণ হয়ে যায়।
হাদির জানাজাকে কেন্দ্র করে গোটা এলাকা কার্যত একটি সুরক্ষিত জোনে রূপ নেয়। শনিবার সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, খামারবাড়ি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিয়ন্ত্রণ বজায় রাখে।
রাজধানীর কেন্দ্রস্থল মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন এলাকায় ভোর থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। খামারবাড়ি মোড়, আসাদগেট, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট সংলগ্ন পয়েন্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশমুখগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে মেটাল ডিটেক্টর, হ্যান্ড স্ক্যানার ও ম্যানুয়াল তল্লাশির মাধ্যমে মানুষ যাচাই-বাছাই করে প্রবেশ করতে পারেন। অনেক ক্ষেত্রে সন্দেহজনক ব্যাগ বা সামগ্রী আলাদাভাবে পরীক্ষা করা হয়েছে।
এভাবে প্রশাসন নিশ্চিত করেছে যে, শহীদ হাদির স্মরণে অনুষ্ঠিত এই নামাজ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
কসমিক ডেস্ক