জাপা ও এনডিএফের নির্বাচনী বৈধতা প্রশ্নে হাইকোর্টে রুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাপা ও এনডিএফের নির্বাচনী বৈধতা প্রশ্নে হাইকোর্টে রুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
জাপা ও এনডিএফের নির্বাচনী বৈধতা প্রশ্নে হাইকোর্টে রুল ছবির ক্যাপশন:
ad728

জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনকে আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই রুলের মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেওয়া হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি হয়। সেদিন আদালত পরবর্তী শুনানির জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

ওই শুনানিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান—১০ জানুয়ারি পর্যন্ত যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাঁদের কেউ আপিল করেছেন কি না এবং আপিলের মাধ্যমে কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কি না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেন বিচারকরা। পরবর্তীতে শুনানি মুলতবি রেখে ১১ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়।

রিট আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, জাতীয় পার্টির একটি অংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের নির্বাচন অংশগ্রহণ আইনসঙ্গত নয়। তাই তাঁদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।

আদালত প্রাথমিক শুনানি শেষে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না দিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা তলব করেন। আইনজ্ঞদের মতে, এই রুলের মাধ্যমে আদালত নির্বাচন সংক্রান্ত আইন, বিধি এবং প্রার্থীদের অবস্থান পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

নির্বাচন কমিশনের জবাব পাওয়ার পর হাইকোর্ট পরবর্তী শুনানিতে রিটের মেরিট বিবেচনা করে চূড়ান্ত আদেশ দেবেন বলে জানা গেছে। এই মামলার ফলাফল জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটে বাধা দিলে সে-ই শেখ হাসিনা হয়ে যাবে: আইন উপদেষ্টা আসিফ ন

ভোটে বাধা দিলে সে-ই শেখ হাসিনা হয়ে যাবে: আইন উপদেষ্টা আসিফ ন