ইসলামের নামে প্রতারণা করছে জামায়াত-শিবির: শীর্ষ ওলামায়ে কেরাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলামের নামে প্রতারণা করছে জামায়াত-শিবির: শীর্ষ ওলামায়ে কেরাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ইসলামের নামে প্রতারণা করছে জামায়াত-শিবির: শীর্ষ ওলামায়ে কেরাম ছবির ক্যাপশন:
ad728

ইসলামের নামে প্রতারণা করে সাধারণ মুসলমান ও ধর্মপ্রাণ জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত-শিবির—এমন অভিযোগ করেছেন শীর্ষ ওলামায়ে কেরাম। তারা বলেন, যেসব দল ইসমতে আম্বিয়া (নবীদের পাপমুক্ত ও মর্যাদাশীল অবস্থান) এবং সাহাবায়ে কেরামকে মিয়ারে হক (সত্যের মাপকাঠি) হিসেবে মানে না, তাদের আক্বিদাগত অবস্থান সঠিক নয়। এ ধরনের গোষ্ঠী কখনোই প্রকৃত ইসলামি দল হতে পারে না।

রোববার (১২ জানুয়ারি) মাগুরা জেলা অডিটোরিয়ামে ইত্তেহাদুল উলামা মাগুরা জেলার উদ্যোগে আয়োজিত কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সীরাত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদরাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা। সঞ্চালনায় ছিলেন মাগুরা পৌর গোরস্থান মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসিবুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর রেলওয়ে স্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম। প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মুফতি আরিফ বিল্লাহ কাসেমী (ঝিনাইদহ) এবং মাওলানা শাহ সাইফুল্লাহ।

শীর্ষ ওলামায়ে কেরাম বলেন, এক সময় জামায়াত ‘আকিমুদ্দীন’—অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠার কথা বললেও এখন নিজেদের প্রতীক ও রাজনৈতিক ভাষা থেকে সেই অবস্থান সরিয়ে ফেলেছে। এতে স্পষ্ট হয়, তারা ইসলামের আদর্শ বাস্তবায়নের পথ থেকে সরে এসে ক্ষমতার রাজনীতিতে আপোসে লিপ্ত হয়েছে।

বক্তারা আরও বলেন, ইসলামী ঐক্যের নামে একই কথা বলে সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করা হয়, অথচ পরবর্তীতে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের শক্তির সঙ্গে জোট বাঁধা হয়। জনগণ এখন এই দ্বিচারিতা বুঝতে পারছে।

ওলামায়ে কেরামদের মতে, ইসলামী রাজনীতির নামে সাধারণ মুসলমানদের সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে। বানোয়াট ঐক্যের স্লোগান না তুলে হক্কানী, সুন্নাহ ও বিশুদ্ধ আক্বিদাভিত্তিক নেতৃত্বের অধীনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা-১০ আসনে প্রার্থিতা বাতিল: হাইকোর্টে বিএনপি প্রার্থী

কুমিল্লা-১০ আসনে প্রার্থিতা বাতিল: হাইকোর্টে বিএনপি প্রার্থী