নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা-খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা-খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
নির্বাচনে প্রার্থী বা এজেন্টের টাকা-খাবার নিতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্য প্রার্থী, এজেন্ট কিংবা প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে টাকা বা খাবার গ্রহণ করতে পারবেন না—এমন কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত কোনো পুলিশ সদস্য কোনো প্রার্থী বা তার এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন না। একইভাবে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবার গ্রহণও নিষিদ্ধ থাকবে। তিনি জানান, প্রায় দেড় লাখ পুলিশ সদস্য যদি পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন, তবে এটি দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের লুট হওয়া কোনো অস্ত্র নির্বাচনে ব্যবহারের সুযোগ নেই। সীমান্তবর্তী দেশগুলো থেকে অবৈধ অস্ত্র প্রবেশের তথ্য পাওয়া গেলেও সেগুলো নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে বলে জানান তিনি।

জঙ্গিবাদ ও চরমপন্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় দেশে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তার ভাষায়, ‘জঙ্গিবাদ এখন নেই বললেই চলে। কিছু ফ্যাসিস্ট জঙ্গি বিদেশে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।’

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জন এবং বিভিন্ন পূর্ববর্তী ব্যাচের ৯ জনসহ মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

‘বেস্ট প্রবেশনার’ নির্বাচিত হন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান সহকারী পুলিশ সুপার মেহদী আরিফ, ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ হন সহকারী পুলিশ সুপার সজীব হোসেন, ‘বেস্ট হর্সম্যানশিপ’ অর্জন করেন সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দীন আহমেদ এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন সহকারী পুলিশ সুপার সালমান ফারুক।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণার্থীরা এই সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করলেন। তারা এখন দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণে নিয়োজিত হবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনে ভোট দিতে প্রস্তুত জনগণ: শেখ বাবলু

জাতীয় নির্বাচনে ভোট দিতে প্রস্তুত জনগণ: শেখ বাবলু