হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, এজেন্সি ও এয়ারলাইনসের জন্য নির্দেশনা জারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, এজেন্সি ও এয়ারলাইনসের জন্য নির্দেশনা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, এজেন্সি ও এয়ারলাইনসের জন্য নির্দেশনা জারি ছবির ক্যাপশন:
ad728

চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল থেকে। হিজরি ১৪৪৭ সন অনুযায়ী ২০২৬ সালের হজ উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’-এর সব শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিকদের সংগঠন এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইনসের কাছে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আসন্ন হজ ফ্লাইট পরিচালনার সময়সূচি ও টিকিট ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা উল্লেখ করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাধীন হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সির মোট নিবন্ধিত হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পরিবহনের ব্যবস্থা রাখতে হবে।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি হজযাত্রীর টিকিট ইস্যু করা যাবে না। এ সীমার বাইরে টিকিট ইস্যু হলে তা নির্দেশনা লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, সৌদি আরবে হজযাত্রীদের গ্রহণ ও সেবা কার্যক্রম নির্বিঘ্ন করা এবং ফ্লাইট ব্যবস্থাপনায় সমন্বয় নিশ্চিত করতেই এ নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।

এ অবস্থায়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে পাঠানো এবং নির্ধারিত শতকরা হার অনুযায়ী টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হজ এজেন্সি ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়সূচি ও গাইডলাইন অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হলে হজযাত্রী পরিবহন আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করতে প

বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করতে প