অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো মানুষের ঢল। The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো মানুষের ঢল।

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা জানাতে, ওসমান হাদির কবরে এখনো মানুষের ঢল। ছবির ক্যাপশন: মানুষের ঢল ও অশ্রুসিক্ত চোখে শরিফ ওসমান হাদির কবরের পাশে দোয়া করছে ভক্তরা।
ad728

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে। সমাহিত হওয়ার পর থেকেই সেখানে মানুষের ঢল অব্যাহত রয়েছে।

পরদিন সকাল থেকে একই দৃশ্য দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, কবরস্থলে প্রবেশ করতে না পারলেও মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদছেন, কেউ আবার নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করছেন।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে সমাহিত করা হয়। এই সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে শেষ শ্রদ্ধা জানান।

শরিফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আহত-১

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আহত-১