ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়বদ্ধতা শিখতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়বদ্ধতা শিখতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়বদ্ধতা শিখতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান ছবির ক্যাপশন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ad728

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য কেবল ভালো বেতন বা সুযোগ সুবিধা নয়; বরং পরিবার, সমাজ, দেশ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার।

রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবর্তন কখনো স্বয়ংক্রিয়ভাবে আসে না—মূল্যবোধ, দায়িত্ববোধ ও ব্যক্তিগত আচরণের পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যায়।

উপদেষ্টা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। তিনি কর্মজীবনে প্রবেশকে জীবনের ‘ডিফাইনিং মোমেন্ট’ উল্লেখ করে বলেন, নিজের কর্মপথকে দেশের ও মানুষের কল্যাণের জন্য প্রশ্ন করতে হবে।

পরিবেশ বিষয়ে তিনি বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়; উন্নয়নের নামে এগুলো ধ্বংস করার কোনো অধিকার নেই। প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। পরিবর্তন শুরু করতে হলে প্রথমে নিজেদের আচরণ বদলাতে হবে।

রাজনীতি বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনীতি শুধু দলীয় কর্মকাণ্ড নয়; মানুষের অধিকার, সরকারের জবাবদিহিতা ও নাগরিক দায়িত্বও রাজনীতির অংশ। তরুণদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়—জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার পথেই দেশ এগোবে। জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের শক্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেন, সমাজে নারীপুরুষকে সমানভাবে এগিয়ে চলতে হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। এছাড়া সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা, উপদেষ্টা, উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে Spring-2021 থেকে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ বছর ১৩ জন শিক্ষার্থী চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে বৃক্ষরোপণকারীদের মাঝে ড্র মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কুলব্যাগে লুকানো ছিল রিমোট কন্ট্রোল বোমা, ফরিদপুরে বড় বিপদ

স্কুলব্যাগে লুকানো ছিল রিমোট কন্ট্রোল বোমা, ফরিদপুরে বড় বিপদ