অর্থপাচারের বড় অংশই ছিল ব্যাংক ডাকাতি: পররাষ্ট্র উপদেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অর্থপাচারের বড় অংশই ছিল ব্যাংক ডাকাতি: পররাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
অর্থপাচারের বড় অংশই ছিল ব্যাংক ডাকাতি: পররাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন:
ad728

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যার বড় অংশই ছিল প্রকাশ্য দিবালোকে সংঘটিত ব্যাংক ডাকাতির মতো। পাশাপাশি একটি উল্লেখযোগ্য অংশ অ্যাকাউন্টিং ম্যানিপুলেশনের মাধ্যমেও দেশ থেকে বেরিয়ে গেছে।

শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সম্মেলনের শিরোনাম ছিল— ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিংয়ের রূপান্তর’

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের অনেক শীর্ষস্থানীয় হিসাবরক্ষক এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য হিসাবরক্ষণ পেশার সঙ্গে যুক্তদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। “আমাদের একটি ভিন্ন ও সঠিক পথে ফিরে আসতে হবে,” বলেন তিনি।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরে মো. তৌহিদ হোসেন বলেন, দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত উদ্যোগের পক্ষে অবস্থান নেয়। তিনি জানান, আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন সমস্যার যৌথ সমাধানকে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে।

তিনি আরও বলেন, বিশ্ব বর্তমানে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবন শুধু তাঁর নিজের পেশা নয়, বিশ্বব্যাপী নানা পেশার কাঠামো বদলে দিচ্ছে। একই সঙ্গে ব্যবসা ও প্রশাসনে স্থায়িত্ব, স্বচ্ছতা এবং নৈতিক অনুশীলনের ওপর আন্তর্জাতিক মহলে ক্রমশ জোর বাড়ছে।

পররাষ্ট্র উপদেষ্টার মতে, এই পরিবর্তিত বাস্তবতায় নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করা ছাড়া অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন সম্ভব নয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ফেরাকে ঘিরে ব্যস্ত বিএনপি, সংবর্ধনার স্থান পরিদর্শন

দেশে ফেরাকে ঘিরে ব্যস্ত বিএনপি, সংবর্ধনার স্থান পরিদর্শন