ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে বডি ক্যামেরা বসানোর পরিকল্পনা পুলিশের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে বডি ক্যামেরা বসানোর পরিকল্পনা পুলিশের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে বডি ক্যামেরা বসানোর পরিকল্পনা পুলিশের ছবির ক্যাপশন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডিঅর্ন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি জনবল, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে।
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশের অতি ঝুঁকিপূর্ণ (লাল চিহ্নিত) এবং ঝুঁকিপূর্ণ (হলুদ চিহ্নিত) সব ভোটকেন্দ্রে বডিঅর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ভোটকেন্দ্র ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বর্তমানে ভোটকেন্দ্রের জন্য ২৫ হাজার নতুন বডিঅর্ন ক্যামেরা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের কাছে আগে থেকেই ১০ হাজার ক্যামেরা রয়েছে। নতুন ক্যামেরাগুলোতে এআই ফিচার না থাকলেও পুলিশের কন্ট্রোল রুম ও কমান্ড সেন্টারের ব্যাকএন্ড সিস্টেমে প্রযুক্তিগত বিশ্লেষণ সুবিধা ব্যবহার করা হবে। বডিক্যাম পরিচালনার প্রশিক্ষণও শেষ পর্যায়ে রয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম জানান, অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নজরদারি থাকবে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি, যা সামান্য বাড়তে পারে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৭৭০টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬ হাজার ৬৭৫টি এবং সাধারণ কেন্দ্র ১৭ হাজার ৩২৪টি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি থানার গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পাশাপাশি প্রতি পাঁচটি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম থাকবে। ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি, আর জেলার মধ্যে চট্টগ্রামে এ ধরনের কেন্দ্রের সংখ্যা সর্বাধিক বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার, লাঠিধারী ১০ জন আনসার ও গ্রামপুলিশ মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার এবং অতিরিক্ত আনসার সদস্যরা। এসব কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশের শরীরে বডিঅর্ন ক্যামেরা থাকবে।

পুলিশ সূত্র জানায়, ভোটকেন্দ্রে উত্তেজনা, সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, অস্ত্র প্রদর্শন কিংবা অস্বাভাবিক আচরণ হলে বডিক্যামের মাধ্যমে তাৎক্ষণিক অডিও-ভিডিও রেকর্ড হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত হলেই সংকেত যাবে পুলিশ কন্ট্রোল রুমে। এতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বডিঅর্ন ক্যামেরার ফুটেজ পরবর্তীকালে স্বচ্ছ তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। ভোটসংক্রান্ত সহিংসতা বা অনিয়মের অভিযোগ নিষ্পত্তিতেও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নে ট্রাম্পে

গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নে ট্রাম্পে