এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ ছবির ক্যাপশন: রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম।
ad728

জাতীয় নাগরিক পার্টিতে নতুন রাজনৈতিক চমক হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেবেন না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এনসিপির মুখপাত্রের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের দলে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নিজেও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান, সেদিন অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এনসিপি এখন পুরোপুরি নির্বাচনি প্রস্তুতিতে নেমেছে। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ না নিয়ে দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠনিক ও কৌশলগত ভূমিকা পালন করবেন। সেই লক্ষ্যেই তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে।

নিজের বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, এবারের নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না। তার মতে, ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার চেয়ে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ভূমিকা রাখা অনেক বড় অর্জন।

এনসিপিতে আসিফ মাহমুদের যুক্ত হওয়া দলটির নির্বাচনি কৌশল ও রাজনৈতিক বার্তাকে আরও জোরালো করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকার বদলালেও সিইজিআইএসে টিকে আছেন আওয়ামী ঘনিষ্ঠ আমলারা

সরকার বদলালেও সিইজিআইএসে টিকে আছেন আওয়ামী ঘনিষ্ঠ আমলারা