এনইআইআর চালুর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকাল মোবাইল দোকান বন্ধের ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনইআইআর চালুর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকাল মোবাইল দোকান বন্ধের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 3, 2026 ইং
এনইআইআর চালুর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকাল মোবাইল দোকান বন্ধের ঘোষণা ছবির ক্যাপশন: এনইআইআর ইস্যুতে বন্ধ মোবাইল ফোনের দোকান
ad728

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল আমদানিতে করহার কমানো, এনওসি প্রক্রিয়া সহজীকরণ, আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ একাধিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)

শুক্রবার দুপুরে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা এ তথ্য জানান।

তিনি বলেন, মোবাইল ব্যবসায়ীদের প্রধান দাবি হলো বিটিআরসি নির্ধারিত বিভিন্ন ধরনের এনওসি—মাদার কোম্পানি এনওসি, লোকাল এনওসি ও ইন্ডাস্ট্রিয়াল এনওসি—সহজীকরণ এবং মোবাইল আমদানিতে করহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। ব্যবসায়ীদের মতে, মোবাইল আমদানিতে মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশ হওয়া উচিত।

এ ছাড়া ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিও তুলে ধরেন তিনি।

শামীম মোল্লা জানান, এসব দাবি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। শুরুতে ছয় মাস সময় চাওয়া হলেও পরে তিন মাসের একটি ‘গ্রেস পিরিয়ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই সময়ের মধ্যে বিদ্যমান স্টক বিক্রির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল এবং এরপর এনইআইআর কার্যকর করার আশ্বাস দেওয়া হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, করসংক্রান্ত সমস্যার কোনো সমাধান না করেই বিটিআরসি এনইআইআর চালু করেছে। বিটিআরসি চেয়ারম্যান একাধিকবার কর ইস্যু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনইআইআর চালু না করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। গত বৃহস্পতিবার সকালেও এ বিষয়ে ফোনে কথা হলেও পরে এনইআইআর কার্যকর করা হয় বলে দাবি করেন তিনি।

শামীম মোল্লার দাবি, এনইআইআর চালুর পর অনেক গ্রাহকের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়, এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ব্যবসায়ীরা বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সরাসরি আলোচনার চেষ্টা করলেও বৈঠক না হওয়ায় তারা সেখান থেকে বের হয়ে যান।

এদিকে এনইআইআর চালুর পর মোবাইল ব্যবহারকারীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানিয়েছেন, আগামী ৯০ দিনে কোনো অবৈধ বা ক্লোন করা মোবাইল ফোন বন্ধ করা হবে না

শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, এনইআইআর চালুর পরও আগামী ৯০ দিন কারো ফোন বন্ধ হবে না। তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। এনআইডির বিপরীতে একাধিক মোবাইল ফোন সচল দেখানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অপারেটরদের কাছ থেকে সংগৃহীত হিস্টোরিক ডেটা সিস্টেমে যুক্ত করার কারণে এমনটি হচ্ছে, যা ধীরে ধীরে সমন্বয় করা হবে।

ফয়েজ তৈয়্যব আরও জানান, বিটিআরসি ও মোবাইল অপারেটররা যৌথভাবে বিষয়টি সমাধানে কাজ করছে এবং ডেটাবেইসের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের জামিন আবেদন না-কোচ করে এ আদেশ দেন।

সব মিলিয়ে এনইআইআর চালু ঘিরে মোবাইল ব্যবসায়ী, ব্যবহারকারী ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে টানাপোড়েন এখনো অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের দোকান বন্ধের ঘোষণায় দেশের মোবাইল বাজারে অচলাবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ঢাবি টিএসসিতে

পাঁচ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ঢাবি টিএসসিতে