উচ্চ দামে ক্রয় আমদানি বিদ্যুৎ: পিডিবির হাজার কোটি টাকার লোকসান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উচ্চ দামে ক্রয় আমদানি বিদ্যুৎ: পিডিবির হাজার কোটি টাকার লোকসান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
উচ্চ দামে ক্রয় আমদানি বিদ্যুৎ: পিডিবির হাজার কোটি টাকার লোকসান ছবির ক্যাপশন:
ad728

উচ্চ দামে বিদ্যুৎ কেনার কারণে আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কয়লাভিত্তিক অন্যান্য দেশীয় ও ভারতীয় কেন্দ্রের তুলনায় দাম বেশি হওয়ায় গত দুই বছরে শুধু এই চুক্তি থেকেই পিডিবির লোকসান দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। সর্বশেষ বছরে লোকসানের অঙ্ক প্রায় ৯ হাজার কোটি টাকা

পিডিবি সূত্রে জানা গেছে, ২০১৭ সালে করা চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের গড্ডা এলাকায় স্থাপিত দুটি ইউনিট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে বাধ্য বাংলাদেশ। বিদ্যুৎ না নিলেও প্রতি মাসে বিপুল ক্যাপাসিটি চার্জ দিতে হয়। এতে বিদ্যুৎ আমদানির মোট ব্যয় আরও বেড়েছে।

পিডিবির হিসাব অনুযায়ী, নিজস্ব কেন্দ্রের গড় উৎপাদন খরচ যেখানে প্রতি ইউনিট ৯ টাকা ২৬ পয়সা, সেখানে এই আমদানিকৃত বিদ্যুতের দাম পড়ছে ১৪ টাকা ৮৬ পয়সা। ভারতের অন্যান্য কোম্পানি ও নেপাল থেকে আমদানি করা বিদ্যুতের গড় দাম ৮ টাকা ৭১ পয়সা—যা উল্লেখযোগ্যভাবে কম।

কয়লার দামেও রয়েছে পার্থক্য। একই সময়ে দেশের অন্যান্য কয়লাভিত্তিক কেন্দ্র যেখানে প্রতি টন ৭১–৭৫ ডলার দরে কয়লা পেয়েছে, সেখানে এই কেন্দ্রের কয়লার জন্য দিতে হয়েছে প্রায় ৭৬.৯১ ডলার। কয়লার মূল্য নির্ধারণে আন্তর্জাতিক দুটি আলাদা ইনডেক্স ব্যবহারের কারণেও বিরোধ তৈরি হয়েছে, যা বর্তমানে আন্তর্জাতিক সালিশে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।

পিডিবি জানিয়েছে, শুধু ক্যাপাসিটি চার্জ হিসাবেই বছরে গড়ে ৩৩১.৬৬ মিলিয়ন ডলার পরিশোধ করতে হচ্ছে। ২৫ বছরের চুক্তি শেষে এই অঙ্ক দাঁড়াতে পারে ৮.৬২ বিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে এক লাখ কোটিরও বেশি—যার সঙ্গে তুলনা টানা হচ্ছে পদ্মা সেতু নির্মাণ ব্যয়ের।

এ বিষয়ে পিডিবির এক কর্মকর্তা বলেন, বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে এবং চুক্তির আর্থিক প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেনের মতে, “এ ধরনের দীর্ঘমেয়াদি চুক্তি দেশের জন্য চ্যালেঞ্জ। আলোচনার মাধ্যমে দাম পুনর্নির্ধারণ জরুরি।”

অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশে সম্প্রতি Torrent Power-এর সঙ্গে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে প্রায় ৮ টাকা ২৫ পয়সা, যা এই আমদানিকৃত বিদ্যুতের দামের প্রায় অর্ধেক—এ তথ্য নতুন করে তুলনা টেনে এনেছে।

সব মিলিয়ে, বিদ্যুৎ আমদানির এই চুক্তি বাংলাদেশের জন্য কতটা টেকসই—সে প্রশ্নই এখন নীতিনির্ধারকদের সামনে বড় হয়ে উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা

বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা