কুমিল্লা-২ আসনে ইসির নির্ধারিত সীমানাতেই হবে নির্বাচন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুমিল্লা-২ আসনে ইসির নির্ধারিত সীমানাতেই হবে নির্বাচন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
কুমিল্লা-২ আসনে ইসির নির্ধারিত সীমানাতেই হবে নির্বাচন ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল আবেদন মঞ্জুর করে এ স্থগিতাদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে আপাতত হাইকোর্টের নির্দেশ কার্যকর থাকছে না।

আদালতের আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা বহাল থাকবে। সে অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ সংসদীয় আসনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুনানিকালে রিট আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকীব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটকে অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে আদালত আসনটির সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ রায়ের ফলে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের সর্বশেষ আদেশে সেই অনিশ্চয়তা কাটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২৪ সেপ্টেম্বর কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের শুনানি ও পরবর্তী আদেশের ধারাবাহিকতায় বিষয়টি সর্বোচ্চ আদালতে গড়ায়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আপিল বিভাগের এই আদেশের ফলে কুমিল্লা-২ আসনের ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি অব্যাহত রাখতে আর কোনো আইনি বাধা রইল না। একই সঙ্গে নির্বাচনী মাঠে সক্রিয় রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট: নেটব্লকস

ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট: নেটব্লকস