ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:
ad728

ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ বা ‘কোয়ারেন্টাইন’ কার্যক্রমের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, ‘মোটর ভেসেল সাগিটা’ নামের জাহাজটি ট্রাম্প প্রশাসনের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছিল। কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া যেকোনো তেল অবশ্যই আন্তর্জাতিক আইন ও নির্ধারিত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওই পোস্টের সঙ্গে সমুদ্রে জাহাজটির ওপর থেকে ধারণ করা একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়।

গত ডিসেম্বরে ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাতটি জাহাজ জব্দ করেছে। এর মধ্যে চলতি মাসের শুরুতে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার উপকূল থেকে ধাওয়া করে একটি রাশিয়া-সংযুক্ত ট্যাংকারও আটক করা হয়। অবরোধ কার্যকর রাখতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় পরিসরে নৌবহর মোতায়েন করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হলে দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে কিছু তেল জব্দ করে তা বিক্রি করা হয়েছে।

তবে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ট্রাম্পের এসব দাবি নাকচ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, কারাকাস এখনও দেশের তেল সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বিক্রি সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, না–ফেরার দেশে সাবেক প্র

বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, না–ফেরার দেশে সাবেক প্র