যুক্তরাষ্ট্রকে বার্তা: ইরান হামলায় সৌদি আকাশসীমা বন্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রকে বার্তা: ইরান হামলায় সৌদি আকাশসীমা বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
যুক্তরাষ্ট্রকে বার্তা: ইরান হামলায় সৌদি আকাশসীমা বন্ধ ছবির ক্যাপশন:
ad728

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কার মধ্যে ইরানের পক্ষে কঠোর ও স্পষ্ট অবস্থান নিয়েছে সৌদি আরব। রিয়াদ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলায় তারা অংশ নেবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করেও কোনো আক্রমণের অনুমতি দেওয়া হবে না।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থা এএফপি’র বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর প্রকাশ করেছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেওয়ার পরপরই সৌদি আরব এই বার্তা ইরানের কাছে পৌঁছে দেয়। এতে স্পষ্ট করে বলা হয়, সৌদি আরব কোনো সামরিক অভিযানের অংশ হবে না।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রিয়াদ সরাসরি তেহরানকে অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো হামলায় সৌদি ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করা যাবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে, এই অবস্থান আনুষ্ঠানিকভাবে ইরানকে জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের জবাবে ইরানও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান সতর্ক করে বলেছে, তাদের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌসম্পদের ওপর পাল্টা আঘাত হানবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ফলে সৌদি আরবের এই অবস্থানকে আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতারই প্রতিফলন এই সিদ্ধান্ত। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যে বড় পরিসরের সামরিক সংঘাত এড়ানোর একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, রিয়াদের এই অবস্থান যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর ওপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে এবং ভবিষ্যতে ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাজারের বেশি গুম রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত: কমিশনের দাবি

হাজারের বেশি গুম রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত: কমিশনের দাবি