ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশজুড়ে পাল্টা বিক্ষোভ শুরু করেছেন সরকারপন্থিরা। বিদেশি মদদপুষ্ট দাঙ্গাকারীদের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।
খবরে বলা হয়, ইরানের বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে সরকারপন্থি বিক্ষোভ শুরু হয়। তবে রাজধানী তেহরানসহ দেশের অধিকাংশ প্রদেশে দুপুর ২টার দিকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ইরানে মুদ্রা রিয়ালের মান দ্রুত কমে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর দোকানপাট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। পরবর্তীতে সেই আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী কর্মসূচিতে রূপ নেয়। বিভিন্ন শহরে এসব বিক্ষোভে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।
ইরান সরকার বলছে, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংস রূপ নেয়। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতেই এসব বিক্ষোভ সহিংসতায় পরিণত হয়েছে। সাম্প্রতিক অস্থিরতার জন্য ওয়াশিংটন ও তেলআবিবকে দায়ী করেছে ইরানি কর্তৃপক্ষ।
তবে সরকার এটাও স্বীকার করেছে যে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার মান কমে যাওয়ার কারণে জনগণের অসন্তোষের বিষয়টি যৌক্তিক। এ বিষয়ে সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ইরান সরকার মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন ও চলমান অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করছে। তেহরানের মতে, এসব নিষেধাজ্ঞার কারণেই দেশের অর্থনীতি চাপে পড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি সরকারপন্থিদের পাল্টা বিক্ষোভ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।
কসমিক ডেস্ক