শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে নতুন একগুচ্ছ প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইউটিউব। শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব শর্টসের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের ভিডিও দেখার সময়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব জানিয়েছে, নতুন আপডেটের মাধ্যমে অভিভাবকরা এখন থেকে শিশুদের শর্টস ভিডিও দেখার সময়সীমা নির্ধারণ করতে পারবেন। চাইলে নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন ব্যবহার বন্ধ রাখতে ‘বেডটাইম ব্রেক’–এর মতো ফিচারও সক্রিয় করা যাবে। এর ফলে শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
ইউটিউবের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, এই ফিচারটি ইন্ডাস্ট্রিতে প্রথম, যা শিশুদের শর্ট-ফর্ম কনটেন্ট দেখার ওপর অভিভাবকদের পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে শিশুদের অনলাইন অভ্যাস আরও স্বাস্থ্যকর ও নিরাপদ করা সম্ভব হবে।
নতুন প্যারেন্টাল কন্ট্রোলে কী থাকছে
ইউটিউবের নতুন প্যারেন্টাল কন্ট্রোল মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রথমত, শিশুদের দৈনিক স্ক্রিন টাইম সীমিত করা। দ্বিতীয়ত, বয়সভিত্তিক ও উপযুক্ত কনটেন্ট নিশ্চিত করা। তৃতীয়ত, শিশু-কেন্দ্রিক, যাচাইকৃত ও নির্ভরযোগ্য কনটেন্ট দেখার সুযোগ দেওয়া।
এই আপডেটের মাধ্যমে অভিভাবকরা শর্টস ভিডিওর জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করতে পারবেন। এমনকি চাইলে টাইমার সম্পূর্ণ শূন্য করে দিয়ে শর্টস দেখার সুযোগ পুরোপুরি বন্ধ রাখার ব্যবস্থাও থাকবে। ইউটিউব বলছে, এটি একটি ‘ইন্ডাস্ট্রি-ফার্স্ট’ উদ্যোগ, যা অভিভাবকদের হাতে শিশুদের শর্টস ব্যবহারের পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দেবে।
শিশুদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় পরিবর্তন
নতুন ফিচারের অংশ হিসেবে শিশুদের অ্যাকাউন্ট সাইন-ইন প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন আনছে ইউটিউব। আগের মতোই মূল নিয়ন্ত্রণ থাকবে অভিভাবক বা গার্ডিয়ানের হাতে। তবে নতুন সেটআপ অপশন ধাপে ধাপে চালু করা হবে, যাতে মোবাইল অ্যাপ থেকেই সহজে মূল অ্যাকাউন্ট ও শিশুদের অ্যাকাউন্টের মধ্যে পরিবর্তন করা যায়।
হোয়াটসঅ্যাপেও আসছে অভিভাবক নিয়ন্ত্রণ
শিশু সুরক্ষায় শুধু ইউটিউব নয়, হোয়াটসঅ্যাপও একই ধরনের নিয়ন্ত্রণ ফিচার নিয়ে কাজ করছে। জনপ্রিয় টিপস্টার ওয়াবেটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ইন-হাউসভাবে এমন একটি ব্যবস্থা তৈরি করছে, যেখানে অভিভাবকরা শিশুদের ব্যবহৃত সেকেন্ডারি অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
এই ফিচার চালু হলে অচেনা ব্যক্তির সঙ্গে চ্যাট, সন্দেহজনক লিংকে ক্লিক কিংবা অনলাইন প্রতারণার ঝুঁকি অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক